পাতা:বেণু ও বীণা.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ©r 3 يلي নাম তব থাকে, নাহি থাকে, ডাকিব ‘অমৃতকণ্ঠ” ব’লে ; ভালবেসে যে ব’ ব’লে ডাকে, তাহাতেই পরাণ উথলে ; হে অমৃতকণ্ঠ ! পার্থী মোর, তোর গানে চক্ষু ভরে জলে । গান--—তব শোনে বহু জনে, না থাকে বা থাকে পরিচয় : শুনেছি হে, ওই গান শুনে, গৰ্ভশায়ী শিশু স্তব্ধ রয় ; যতদিন নাহি এস ফিরে, ততদিন ভূমিছ না হয়। গাও, তবে, গা ওহে আবার, হৰ্ষ-শিশু লভিবে জনম ! সুধাপায়ী । চন্দ্রিক। উদগার কর পুনঃ স্নিগ্ধ মনোলম ; কোকিল পাপিয়া চাতকের স্তব্ধ হ’ল, গা ও নিরুপম । যাহা কিছু মনোজ্ঞ-মধুর, যাহা কিছু পবিত্র-সুন্দর, যত আছে ঈপিাত সুদূর, —চির মুগ্ধ আমার অন্তর— বলে’, পার্থী, শীর্ষে সবাকার—হরম-আপ্লুত ওই স্বর।