পাতা:বেণু ও বীণা.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ مليتي ૭છે বহুদিন, বহুদিন পরে, পার্থী—তোর পেয়েছি রে সাড়া ! বহুদিন, বহুদিন পরে, প্রাণ মোর পেয়েছে রে ছাড়া ! সাড়া দেছে অন্তরের বীণা, গানের স্পন্দনে পেয়ে নাড়া ! আজ, পাখী, সাধ হয় ফিরে, ফিরিবারে তারায়, তারায় ;— বাগ্র চোখে, সমুন্নত শিরে, ছেড়ে যেতে পুরাণ ধরায় ;– বঁাশীর একটি রন্ধ খুলি’, নিঃশেষিতে সঙ্গীতে ত্বরায় । তার পর, নৈশ অন্ধকারে, তোর মত যা’র মিলাইয়া ; কাজ নাই আনদ্ধ ঝঙ্কারে, চলে যা’ব শুষিরে গাহিয়া ; যাহা গাই,—তোর মত যেন, যেতে পারি পুলক ঢালিয়া । তার পর, কে চিনে না চিনে, রাখিবনা সন্ধান তাহার ; কণ্ঠ যদি পূর্ণ হয় গানে ভোর মত, গাহিব আবার ; বেণীক্ষণ রহিব না আমি, গান শেষে রহিব না আর । > 88