পাতা:বেণু ও বীণা.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বেণু ও বীণা।

নামহীন।



বর্ষাশেষ, সুপ্রভাত, প্রসন্ন আকাশ,—
মহাদ্যুতি ইন্দ্রনীল মণির মতন;
জলে, স্থলে, ফুলে, ফলে, লাবণ্য-বিকাশ,
পথ, ঘাট, সব—যেন সবুজে মগন।

পুরাণ প্রাচীর খানি সবুজে সবুজ!
আর তা'রে কে বলে' কঙ্কাল-সার আজ?
দেখ্‌রে নিন্দুক তোরা দেখ্‌রে অবুঝ,
লাবণ্যের বন্যা—মর্ত্ত্যে—নন্দনের সাজ!

অতি ছোট ছোট গাছ—ছেয়েছে প্রাচীর,
নেচে উঠে স-পল্লব আকুল উল্লাসে,
রৌদ্র-ঝিলে করে স্নান, নত করি' শির,
পাখী সম;–বিচঞ্চল মৃদুল বাতাসে।

বল ওরে ছোট গাছ তোদের সুধাই,
নাম কি রে—নাম কি রে—নাম কি তোদের?
"নাম নাই, আমাদের নাম নাই, ভাই,
হর্ষে আছি—হর্ষ দি'ছি—এই—এই ঢের!"

১৪৮