পাতা:বেণু ও বীণা.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও7বণা। رقه =تحتحت حجتحریم অনিন্দিতা ৷ ধূলিরে সুন্দর করি এস তুমি, হে সুন্দরী, ধূলা পায়ে এস অনিন্দিতা ! পক্ষ্ম-পাখে, অখি-পাখী, চাদের অমিয়া ছকি? ঢেলে দিক, হে কবি-বন্দিতা ! অধর কপোলময় ফুলের মিলেছে লয়, সু-ললাট মতির আবাস, সৌন্দর্য্যের ধারা বৃষ্টি, বিধির অপূৰ্ব্ব স্থষ্টি, কালিন্দীর উৰ্ম্মি কেশপাশ । ফুলের রচিত দেহ, স্নেহ করুণার গেহ— লয়ে এস—পরাণ উদার ; অপূৰ্ব্ব অমৃত-রসে, সিনান করাও এসে, জ্যোৎস্না-ঘন পরশে তোমার ! আনগো মঙ্গল-ঘট, লয়ে এস অকপট বেদন-বুঝিতে-পটু মন, দুখানি স্নেহের করে জগতেরে রাখ ধরে, রাথ বেধে অন্তরে আপন । এস, মন্দ-বায়ু-গতি । সৌন্দর্য্য-রূপিণী সতী ! শোন মোর সৌন্দর্য্যের গীতা ; মনের দুয়ার খুলি, একবার পথ ভুলি, এস দেবী—এস অনিন্দিতা !