পাতা:বেণু ও বীণা.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। @,కాకాకాg আমার কুঞ্জঢ়য়ারের পাশে ছিন্ন লতিকা গুলি— বাথিতের মত চেয়ে আছে, হের, মাখিয়া ধরার ধূলি। হে মোর সমুদ্র-পার্থী,— তবু চলিয়াছি তোমারি সঙ্গে বাগ্র-ব্যাকুল-অর্ণখি । ভাঙা হৃদয়ের,—নয়ন জলের— মরু, হ্রদ ; কত মরীচি—ছলের ; তাসির জ্যোৎস্না সুখের লঙ্গরে ঘুম যায় নিরিবিলি ; বিশ্ব-হিয়ার পরতে পূরতে হিয়া মোর গেল মিলি । বিশ্বে আলোক ফুটেনি, তখন, তুমি এসেছিলে যবে,— অলোক-আলোকে সাতার কখন তিমিরে কখন ডুবে । হে বিশ্ব-ভুবনচারী,— স্মৃষ্টি-ছাড়া, কি মন্ত্রের বলে, হৃদয় লইলে কাড়ি ! নিমেষে ফুটাও নিখিলের ছবি, নিমেষে বুঝাও বুঝিবার সবি, নিমেষে ছটাও ছালোকে ভূলোকে মোহন বংশী রবে ; আমিও চুটেছি, সর্ণ তারি আলোকে—অর্ণধারে কখন ডুবে।