পাতা:বেণু ও বীণা.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ حبیگ) নববসন্তে । ফুলের বনে ফুল ফুটেছে, কোকিল গাহে তায় ; কিরণ কোলে লহর দোলে, সলিল বহে যায় ! ফুলের বনে পরাণ মনে পুলক উথলায় । নুতন ঋতু, নুতন রীতি, নুতন প্রতি, নুতন গীতি, নিখিল ধরা আপন হারা নুতন চোখে চায়, ফুলের বনে, ফুল ফুটেছে, সমীর মূরছায় । সোনার মৃগ মুগীর পানে সোনার চোখে চায়, কপোত সনে, মধুর স্বনে, কপোতী গান গায়, . ←a