পাতা:বেণু ও বীণা.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > বেণু ও বীণা ৷ ويسعصحسست كوري রূপ-মান । জ্যৈষ্ঠ মাস—বৃষ্টি হ’য়ে গেছে, স্নিগ্ধ বাতে ত্রিলোক তুষিছে, কৃষ্ণ যেন সেবি’ছে অতিথি । লালে লাল পশ্চিম আকাশ,— তপ্ত সোনা—সিন্দুরে—হিঙ্গুলে, অঙ্গে ধরি রক্ত চীনবাস, জাহ্নবী, চলেছে এলোচুলে ! লাক্ষ রাগে রঞ্জিত আকাশে খণ্ড নীল দূৰ্ব্বাদল-শু্যাম, প্রলয়ের রক্তে যেন ভাসে বটের পল্লব অভিরাম,— ছায়া তার রক্তিম গঙ্গায়,— দেখ চেয়ে—দিবা কাম্য-কুপ, রূপহীনা, কে আছিস আয়— এ ঘাটে নাহিলে হয় রূপ !