পাতা:বেণু ও বীণা.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

19 বেণু ও বীণ ! இகஇ প্রেম ও পরিণয় । সুখের নিলয়— সেই পরিণয়,— প্রণয় যাহে দৃষ্টি রাখে ; নইলে কেবল লোহার শিকল, জীবন পথে বিঘ্ন ডাকে । চন্দ্র তারায় সন্ধি ক’রে দু’টি হৃদয় বন্দী করে, কত যুগযুগান্ত ধ’রে আয়োজন তার চ’লতে থাকে। একটি মারী, একটি নরে, অপূর্ণে অখণ্ড করে, প্রাচীন ধরায় তরুণ করে,— অরুণ রাগে জগৎ অর্ণকে ! অমৃত প্রেম মর্ত্যলোকে, অমৃত সে দুঃখ শোকে ; জীবন পুথির জটিল লেখা— স্পষ্ট হয় প্রেমিকের চোখে । 3.