পাতা:বেণু ও বীণা.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ 《CS མ་ལོ་མོ།གླིང་ལོ་མ་་་ལོ་སངྒ་G) ম্পর্শমণি । কহিতে কাহিনী আছে, গাহিবার’ আছে গান ! যত দিন মনোবীণে ভালবাসা তুলে তান ! মলয় চলিয়া গেলে ফুল ত’ ফুটে না বনে, ভালবাসা ফুরাইলে সাড়া ত’ উঠে না মনে ; দেবতা চলিয়া গেলে, দেউলে না দীপ জ্বলে, ভুলেও না উঠে তান—প্রেম যেথা অবসান। ভালবাসা যদি, হায়, বারেক ফিরিয়া চায়,--- অরুণ চরণ দিয়া—হিয়া পরশিয়া যায়,— ফুটে শত শতদল, ছুটে মধু পরিমল, জেগে উঠে কলগীতি—মন প্রাণ কানেকান ! গেয়ে না ফুরায় গান,–কথা হয় অফুরান ! "לג.