পাতা:বেণু ও বীণা.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ கு- இ. রূপ ও প্রেম | রূপ ত’ হাতের লেখা, প্রেম সে রচনা ; রূপহীনা নহে প্রেমহীন । লেখার এ দোষে শুধু, স্পর্শিবেন কাব্য-মধু ? প্রেম—ব্যর্থ হবে রূপ বিনা ? কবি হ’তে শ্রেষ্ঠ কি গো কেরাণী মুহুরী ? প্রেম হ’তে রূপের মাধুরী ? কুরূপে—নয়ন বিনা কেহ ত’ করে না ঘৃণা, প্রেম যা’র হৃদয় যে তা’রি । চাদের কিরণ সে ও লুটে তার পায়, মলয়া সে কুন্তল দোলায়, যৌবন-দেবতা করে রাজ্য—সে দেহের’ পরে, - মনে প্রাণে বহে প্রেম-বায় ! তবে ফিরায়োনা আণখি কুরূপ বলিয়া, যেয়োনা গো চরণে দলিয়া, নিশির স্নেহের গেহে, দেখো, রূপহীন দেহে, প্রেমে রূপ উঠে উথলিয়া ! ১৯