পাতা:বেণু ও বীণা.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ கு-அககு চন্দ্রমা আর গ্রহ তারকার সকল বারতা লয়ে’— বরষের পথ মনের আবেগে নিমেষে চলিনু ধেয়ে ; কত যে হেরিকু, আহ, কতু, স্বপনে ভাবিনি যাহা । ওই ডাকে মোরে চাতক, ময়ূর, কবি—গান গেয়ে গেয়ে ! বিশ্বের ডাক শুনেছি আবার—হৃদয় ভ’রেছে স্নেহে, বিশ্বের প্রেমে পরাণ আমার ধরেন ক্ষুদ্র দেহে ; বুকে ধরি খর বিজলীর জালা বুঝেছি আপনি জ্বলে’ ধরণীর জ্বালা ; তাই ত’ আবার চলিয়াছি মহীতলে । মরুতে যে বায়ু ব’য়— আর, করিনা তাহারে ভয় ; রঙীন মেখলা পরিয়া চলেছি আশা দিতে ফুলদলে । আমারি মতন কত শত মেঘ জুটেছে আজিকে হেথা, কাজলের মত বরণ, গাহিছে জীমূত-মন্দ্র-গাথা । চলিতে দুলিছে শত গোস্তন, পূর্ণ শীতল রসে, বেদন তাপিত আবেশে ঘুমায়, কবরী বন্ধ খসে ; টুটে কৃতচূড় জটা, তাহে, ফুটে দামিনীর ছট, কুন্তল ভার—ত্নাকুল ধরার চোখে মুখে পড়ে এসে । ミ>