পাতা:বেণু ও বীণা.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ஆக-கு নিদ্রিত পুরে বায়ু হাহা করে, নিবিড় বর্ষণে কাটে রাত, কত যুর্থী ঝরে—কে গণনা করে ? হায় নাথ ! হায় নাথ ! হায় নাথ ! কদম কেতকে কানন ছায়, দাদূরী অর্ণধারে কাদে রে, ফুল সম হিয়া ফুটিতে চায়— তারে কে আজিকে বাধে রে । কেতকী মলিন, নীপ রূপহীন, কমল খুলিল অপখি পাত ; জ্যোৎস্না হাসিল প্লাবিয়া ধরণী ;— এস নাথ ! এস নাথ ! এস নাথ ! উত্তরে হাওয়া ফিরিল গো, উলুকী ফুকারে সারারাত ; তুমি এলে না—তবু, ফিরিলে না,হায় নাথ ! হায় নাথ ! হায় নাথ ! কুন্দ কাদিয়া দুখে, হায়, ঝরিয়া মিশায় কুয়াসায় ; & ૨br