পাতা:বেণু ও বীণা.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ @=ణ সাস্তুনা । বিফল যদি হয় গো প্রণয়—বিফল হ’তে দাও ; স্বথের পরে দুঃখ পেলে—আর কি বেশী চাও ? তোমার মনের আকুলত৷ বুঝতে পারে তরুলতা, মানুষ যদি না বুঝে তা”—সইতে হবে তা’ ও । প্রেম দিয়েছ প্রেমের ধনী, দিয়েছ ঋণ—হওনি ঋণী, রিক্ত তবু মুক্ত তুমি—সেই পুলকেই গাও । প্রণয় হারিয়েছিস্ ব’লে, পড়িসনে ভাই দুঃখে হেলে, প্রেমের সঙ্গে প্রাণ যেতে চায়—তারেও যেতে দাও ।