পাতা:বেণু ও বীণা.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ురిd বেণু ও বীণা ৷ இ.அ.க.கு ব্যর্থ। অতিথি ফিরিয়া গেছে, আয়োজনে এখন কি ফল ? চাতক মরিয়া গেছে, আজি আর মেঘে কেন জল ; গোলাপ ঝরিয়া গেছে, ফিরে যা রে পবন পাগল । টুটিয়াছে সুরার পেয়ালা, শুষ্ক মাটি লয়েছে শুষিয়া ; ভেঙেছে ত’ ভেঙে যাক খেলা, ঘরে পরে কি হ’বে দূষিয় ? নিশিদিন পঞ্জর-পিঞ্জরে মর পাখী কি হ’বে পুষিয়া ? যামিনী পোহায়ে যদি গেল— এখন এ বৃথা অঙ্গ-রাগ ; নয়নের নেশা ত’ ফুরা’ল,— মিছে কেন কথার সোহাগ ? লিখে লিখে সাদা হ’ল কাল, ছিড়ে ফেল,—চিহ্ন ঘুচে যাক ।