পাতা:বেণু ও বীণা.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ @=g যে দিন পাঠায়েছিনু প্রেম-নিমন্ত্রণ— আজ তুমি উদ্ধৃবৃত্তি করেছ গ্রহণ, কি অদৃষ্ট তোমার আমার ! ভেব’ন যন্ত্রণা দিতে, গঞ্জনা, ধিক্কারে, আজ আমি এসেছি হেথায়, আপনার মত ভালবেসেছিনু যা’রে— তা’র কথা ক’রে কতা যায় ? বাহিরে, যেথায় তোরে করে পরিহাস— ক্ষীণ-কণ্ঠে সেথা তুলি হাসি, অন্তরে অন্তরে বাধা স্মৃতি-নাগপাশ, সংগোপনে অশ্রজলে ভাসি । তবুও কঁাদেনা প্রাণ পূর্বের মতন,— . অনুভূতি তীক্ষ নহে আর, জেনেছি মৃত্যুর স্বাদ না যেতে জীবন ; আজ’ তবু, জাগে— হাহাকার ! بوئ(ى