পাতা:বেণু ও বীণা.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ கு.உ.இ নৈশ-তপণ । জলের লীলা মিলিয়ে গেল নিবিড় আঁধারে, আলোক মাল উঠ ল ফুটে নদীর দু’ধারে ; নদীর জলে রশ্মি পড়ে ; উকি দিয়ে ঢেউগুলি তায় ছুটছে কোথা রে ;– বুঝি বা কোন ঘুরনি দিয়ে অতল পাথারে। পরাণ আমার কেমন তা’তে হ’ল যে বিকল, প’ড়ল ঘন শ্বাস, চোখেও প’ড়ল এসে জল । অমনি ক’রে আমার মনে উকি দিয়ে হায়, কতই হাসি-মুখের ছবি নিমেষে লুকায় ; কেউ বা ভালবেসেছিল, মধুর মৃদু হেসেছিল, কার কাছে বা সে টুকুও হয়নিক আদায়, কেউ বা গেছে মানে মানে, কেউ ঠেকেছে দায়। 8X