পাতা:বেণু ও বীণা.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। இகளு সবার তরেই আজ কে আমি হ’য়েছি বিহবল ; উঠছে ঘন শ্বাস, চোখেও প’ড়ছে এসে জল । কেউ ডুবেছে অতল জলে, ভেসেছে বা কেউ— ছুটে আসে কুলের পানে মথিয়া শত ঢেউ ; কেউ হরষে জলে ভাসে, কুলের পানে চেয়ে হাসে, কেউ বা ভাসে চোখের জলে, ত্রাসে মরে কেউ ; কুলে বসে উদাস মনে কেউ বা গণে ঢেউ, আজকে আমি সবার তরেই হয়েছি বিহবল, প’ড় ছে ঘন শ্বাস, চোখের শুকায় নাক’ জল । যে কেউ মোরে ক’রে গেছ মেহের অধিকারী,— নয়ন জলে জানাব আজ আমি সে সবারি ; জানিয়ে যাব আর বেশী, হয়নি যেথা মেশামেশি,— ঘটেছিল যেথায় শুধু মিলন নয়নেরি,— জানিয়ে দেব অশ্রুজলে আমি তাহাদেরি । আমি যে আজ সবার তরেই রেখেছি কেবল, একটা ঘন শ্বাস, চোখের একটি ফোট জল । 8&