পাতা:বেণু ও বীণা.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q> বেণু ও বীণা ৷ இ ぐ二ダ চিত্রপিতা । কে তুমি মহিমাময়ী, অয়ি চিত্রাপিতা, ধরিয়াছ বীণা-ছাদে শিশুরে আপন ? কচি মুখ খানি তার, চুলে ভরা মাথা, দেখাইছ স্নেহভরে ; করিয়া গোপন নিজ মুখ, মাতার উচিত মহিমায় ; আকৰ্ষিতে দৃষ্টি শুধু সন্তানের পরে, নিজরূপ অপ্রকাশ রেখেছ হেলায় ; জননী তুমিই বটে—বিধাতার বরে । দেখা যায় শিরে রুক্ষ কবরী তোমার,— প্রবাসে কি পতি তব ? য়ুরোপবাসিনী ! পাশে যে কুকুর তব-—হায়, সে কাহার ?— কোথা তিনি ?—সেথা কি যায় না ছবি খানি ? তাই কি, নয়ন জল করিতে গোপন,— বসেছ—ফিরায়ে হায় মুখানি আপন ?