পাতা:বেণু ও বীণা.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মমতাজ । হে সুন্দরী, অয়ি মমতাজ ! শোন গো তোমার জয়, শোন সৌন্দর্য্যের জয়, বিশ্বময় শুধু ওই আজ । সৌন্দৰ্য্য-দেবতা তুমি রাণী ! প্রেমের প্রতিমা তুমি, তোমার সমাধি-ভূমি— প্রেমিকের চির মৌন বাণী । সম্রাটের মমতা-পুতলী । ফুলের রচিত গেহ, ছেড়ে তুমি কোথা গেলে চলি’ ? তোমার তনুর অনুরাগে, দেখগো, পাথর কিবা পুঞ্জিত ফুলের শোভা ধরিয়া, তোমারে ঘিরি’ জাগে ! Gł R.