পাতা:বেণু ও বীণা.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ যাদুঘর । যাড়েঘরের কবাট পড়ে, মায়াদেবীর টনক নড়ে, যেথায় ছিল যে,--- মায়ার কলে,--নূতন বলে,-- উঠ ল সে বেচে । 奔 속 - + মমি ৷ পাশ মোড়া দিয়া, ঢাকন ঠেলিয়া, জাগিয়া উঠিল মমি’ , মিশরের যত বুড়া যাদুকর দাড়া’ল তাঙ্গারে নমি’। গুড়া হ’য়ে পড়ে পুথি, বেশবাস, গুড়া হ’য়ে ঝরে চৰ্ম্ম ; যত চাহি তত মনে বাড়ে ত্রাস, তত বাহিরায় ঘৰ্ম্ম! ' 6:8