পাতা:বেণু ও বীণা.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ @,=g মরেছে হরিণ, হ’ল বহুদিন, ছিল তবু মুগনাভি ;– তিলে তিলে ক্ষ’য়ে মোর গাথা সনে ফুরাইবে—তাই ভাবি । আছিল যখন মিশরের দেহে শকতি-সতেজ প্রাণ,— পুথিবী তখন স্থপতি কলার পায়নিক সনধান । স্নায়ু ও শিরায়, যবে, হাতে, পা’য়, ক্ষীণ হ’য়ে এল বল,— স্তপতি, ভাস্কর, কবি, চিত্রকর, বাচিতে করিল কল ! f কুপের সলিল ছড়াইতে মাঠে শুকায়ে উঠিল কূপ, পাথরের চাপে মরেছে মানুষ, ' পুরী মরু সমরূপ ! 0. ○や