পাতা:বেণু ও বীণা.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ {3&ہ نصر(ع) যক্ষ-মুৰ্ত্তি । с: তা’রি মাঝে, দেখিলাম অপরূপ-- পাষাণে খোদিত, এক মনোরম—মদনের ঘূপ ! মুরজার লাজ—— ভাঙিতে, যতনে এত, তবু সে বিরূপ । শিশু-কাম দিতেছে বসনে টান, কুবের সাধিছে ধরি’-“রতিফল করিবারে পান ; o বাধা দিয়া, তায়--- দ্বিগুণ বাড়ায়, আগুন জলিলে আর নাহি পরিত্রাণ । “কথা রাখ—আর ফিরায়োনা মুখ, এবার—পড়েছ ধরা, সুথে যে দ্বি গুণ দেখি বুক ! মুখে শুধু রোষ, মন পরিতোষ, কি যে স্বভাবের দোষ-—তবু দিবে দুখ !" Qb"