পাতা:বেণু ও বীণা.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wっ> বেণু ও বীণা ৷ ( & ) রাজদণ্ড হয় ত’ গো ধরিয়াছ তুমি, আজ তুমি কাচ পাত্রে কৌতুক-আগারে । আজ গ্রাহ কেহ নাহি করে গো তোমারে, দিন ছিল, হয় ত’ কৃতাৰ্থ হ’ত চুমি’ । জনমিয়া ছুয়েছিলে কোথাকার ভূমি, আজ তুমি কোথা, হায়, কোন দূর দেশে ! আজ ভালবেসে তোমা’ কেহ না পরশে, প্রত্নতত্ত্বজ্ঞের এবে ক্রীড়নক তুমি । ওই তুমি—চিন্তাজ্বর করেছ মোচন,— গোপন করেছ হাসি, মুছেছ নয়ন ; ওই তুমি—হয় ত’ গো করেছ রচন ফুলহার,—কার’ তরে কুসুম শয়ন ! দেহচ্যুত, অবজ্ঞাত, হায়রে উদাসী, ভালবাসা চাহ যদি—আমি ভালবাসি ।