পাতা:বেণু ও বীণা.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo বেণু ও বীণা ৷ (G۔ মাটি হ’তে শোষে শুধু রস,— পাত ফুল রাখে সে সরস, কাজ সদা—নাহিক কামাই, ফুল দল—বেচে আছে তাই । ফুল সে রাজার মত থাকে, মূল সে চাষার মত পাকে ! মাঝে, শাখা পাতার সমাজ,--- গন্ধ, রস, ভুঞ্জে তিন সাক । ফুলহীন মূল কত আছে, মূলহীন ফুল কই বাচে ? ফুল ঝরে—ফুটে পুনরায়, মূল গেলে সকলি ফুরায় । ফুল তবু উচুতেই থাকে । মূল সে চাষার মত পাকে ।