পাতা:বেণু ও বীণা.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գչ বেণু ও বীণা ৷ இ=க...இ. জীবন-বন্ত্যা । শান্তি মগন নৈশ গগনে একি নব উচ্ছ,াস ! জাগিছে রশ্মি-ভাস ! বঙ্গসাগরে করি’ আজি স্নান, গাভিছে সমীর প্রভাতেরি গান, জড়ায় নয়ান, জুড়ায় পরাণ, হাসরে জগং হাস । টটেছে তন্দ্রা, . গিয়েছে স্বপন, ওই শোন শোন কল আলাপন, উঠিবে অচিরে উজল তপন, নাহিরে নাহি তরাস । উকি দিয়ে হাসে ত্রিদিব-কন্যা, বাধ ভেঙে আসে কিরণ-বন্তা, স্রোতে ফুল পারা ভাসে ডুবে তারা, নয়ন মেলে আকাশ ।