পাতা:বেণু ও বীণা.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ<) বেণু ও বীণা। கு.அகது কোন দেশে । ( বাউলের কুর ) কোন দেশেতে তরুলতা— সকল দেশের চাইতে শু্যামল ? কোন দেশেতে চ’লতে গেলেই— দ’লতে হয় রে দুৰ্ব্বা কোমল ? কোথায় ফলে সোণার ফসল,--- সোণার কমল ফোটে রে ? সে অামাদের বাংলাদেশ, আমাদেরি বাংলা রে । কোথায় ডাকে দোয়েল শ্রামা— ফিঙে গাছে গাছে নাচে ? কোথায় জলে মরাল চলে— মরালী তার পাছে পাছে ? বাবুই কোথা বাসা বোনে— চাতক বারি যাচে রে ? সে আমাদের বাংলাদেশ, ' আমাদেরি বাংলা রে!