পাতা:বেণু ও বীণা.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ(t বেণু ও বীণা। இ) হেমচন্দ্র । বঙ্গের তুখের কথা, সদা করি গান, তেখের জীবন তব হ’ল অবসান,— হে কবীন্দ্র ! হেমচন্দ্র । চলে তুমি গেলে,— সে কি গাহিবারে গান দেবসভা তলে ? বাসবের সভাতলে কি গাহি’ছ গান ?-— ভারত-ভিক্ষার কথা ? কিম্বা ভিন্ন তান,— গাহি ছ,-—কেমনে বাস করিল পাতালে তৃবৃত্তি রত্রের ত্রাসে, বাসব সদলে, পরাজিত অধোমুখ ; বণিতে তাদেরগাহিতে গাহিতে হায়-- চাহিছ কি ফের অতি নিম্নে-— পরাজিত ভারতের পানে ? --তোমার সে মাতৃভূমি--সুধা যা’র স্তনে,— তশর কথা স্মরি’ কি ঝরিছে অর্ণখি জল ? জিজ্ঞাসে কি অশ্রুর কারণ দেবদল ? কি বলিবে, হায় কবি, কি দিবে উত্তর ? অন্তর্যামী জানিছেন তোমার অন্তর ।