পাতা:বেণু ও বীণা.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ கு,அகஇ দুৰ্য্যোগ । কি যেন মলিন ধূমে, কি যেন অলস ঘুমে, আকাশ রয়েছে ঢাকা, সব একাকার ; ছায়া-স্নান তরু শির, প্লাবিত তটিনী তীর, বিরাম বিশ্রাম আর নাহি বরষার ! উষার কনক হাসি, আর না জাগায় আসি’ হৃদয়ে উদ্দাম আশা, আনন্দ অপার ; এখন নিশির শেষে, রুগ্ন বালিকার বেশে— জীবন জাগায় এসে-—মরণ সাকার । তাপহীন, দীপ্তিহীন, এমনি চলেছে দিন ;– বঙ্গের এ দুৰ্য্যোগের নাহি বুঝি শেষ । এ জল ফুরাবে না রে, এ অণখি শুকাবে না রে ; ঘুচিবে না বুঝি আর এ মলিন বেশ। ' q\と。