পাতা:বেণু ও বীণা.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ SG) 、ye কত দিন আলো নাই, ভুলে যেন গেছি তাই, কে বলিবে ছিল কি না ?—মুকের স্বপন ; কবে নাকি, স্বর্ণ ছবি, পুরবে গৌরব রবি উঠেছিল একবার, হয়গো স্মরণ । কিরণ পরশে তা’র দেশে এল হর্ষভার, সে দিন প্রথম, বুঝি, সেই দিনই শেষ ; এসে ছিল পথ ভুলে, তাই ত্বর গেল চলে, প্রভাত সে না পোহাতে শূন্ত হ’ল দেশ ! প্রিয়জন উপহার— শুকাইলে ফুলহার,— তবু কি ফেলিতে তা’রে পারে কোন জন ? গেছে বর্ণ, গন্ধ যত, কর্কশ কাটার মত,— তবু সে যে প্রিয় স্মৃতি, যতনের ধন । তাই—পূর্ণ অনুরাগে, আজিও হৃদয়ে জাগে সে কাহিনী, মেঘে যেন ক্ষণ প্রভা খেলে ; জানি সে বিফল, হায়, নাহি প্রাণ শূন্ত কায়, আগুনের গুণ কিগো ভস্মে কৰ্ভু মেলে ? 영어