এটা ভূমিকায় [ মহুয়া’র ] যেতে পারে / কবি-কর্তৃক এই মন্তব্য লেখার পরেও আদ্যন্ত রচনা বর্জনচিহ্নে লাঞ্ছিত। রূপান্তর : ২৫ শ্রাবণ ১৩০৫
8やり
কার চোখের চাওয়ার :
চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন । তাই কি হৃদয় বিকল সকল খন ?
তাই হাসি তোর অশ্রধারায় ধোওয়া, ভাবনা কি তাই মৌনছায়ায় ছোওয়া ?
ভাষায় কি তাই রাগিণীর আবরণ ? কেমন বিকল আছিস সকল খন !
পরশমণির পরশে পরাণ জাগা,
তাই
তো তোমার স্বপ্ন সোনায় লাগ ।
দিনের প্রবাহে প্রহরলহরীতলে ঝিলিমিলি করি স্বর্ণঝলক বলে
কালোয় আলোয় কাপায় আখির কোণ,
কেমন বিকল আছিস সকল খন ॥
ছন্দের প্রকৃতিগ
ত পরিবর্তন লক্ষণীয়। নূতন ছন্দে মাত্রাপূরণের জন্যও বহু পরিবর্তন।
পাণ্ডুলিপি-পর্যালোচনায় ধারণা হয় যে, রচনা ঃ ২৭-২৮ শ্রাবণ ১৩৩৫। অর্থাৎ, ২৭ বা ২৮ যে কোনো তারিখে ।
রয় ষে কাঙাল
S(t
8Ꮔ
শূন্য হাতে :
নিঃস্ব যে রয় শূন্ত পাত্রে
দিনের শেষে সেই দেখা দেয় নিশীথ রাত্রে -
রাজার বেশে । দিবসে মান সে রাজপথে তারে মৌন দেখি, তিমির আসনে চক্ষুতে তার
দীপ্তি একি ! পুষ্পমুকুট কে পরায়ে দেয়
তাহার কেশে ।
> * >
পাতা:বৈকালী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৯
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
