পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ বৈরাগ্য-বিপিন-বিহার। কেহ ধরে জটাজুট,—কেহ কাটে কেশ ; হরি-নামে অলস্থত উদ্ধ অঙ্গ-দেশ,— পরম পবিত্র কণ্ঠী গলে । এরূপ ব্যাপারে রতি লজ্জিত হইয়া, রথ লয়ে পলাইয়া যায় । লজ্জাভরে যেই দিকে করে পলায়ন, সেই দিকে দেখে ক্ষেত্র অতি বিভীষণ,— ছিন্নমুণ্ড, ছিন্নদেহ, যত নারীগণ, শয্যা ত্যজি পতিত ধূলায় । বিগলিত দেহে কিল, কিল, করে কীট,— দুর্গন্ধে বাহির হয় নাড়ী । শকুনী, গৃধিনী, শিবা, ছিড়িয়া ছিড়িয়া, খাইছে সে মাংস-রাশি উদরপূরিয়া, কেহ বা শাবক-মুখে দেয় উগারিয়া, কেহ কেহ করে কাড়াকড়ি { 4 মরমে সরম বড় পাইয়া সুন্দরী, আইলেন কন্দৰ্প যেখানে । পত্তিরে কহিলা সব অতি লজ্জাভরে . উঠিলেন মীনধ্বজ ঘোর ক্রোধ ক’রে,— কঁাপিয়া উঠিল ক্ষিতি থর থর থরে ; . ত্ৰাস সবে পাইল পরাণে ।