পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সর্গ। ১২৭ তথাপি আনন্মে ভূপে করেন দর্শন । সমাদরে নরমণি মুচি হ্ৰনয়ন, কহিলেন,—“এ কি প্রিয়ে আর সহে প্রাণে ?”

  • fছ ছি ! কারে ভাবি, পরশিছ, ’-কছিলেন

রাণী,—* অঙ্গ পরশিছ কার ? দেখিতেছি রাজ-বেশ,-গম্ভীর মূর্বতি ; ছুও না মামারে,—আমি কাঙ্গালিনী সতী। বাজার নিকটে কেন দেখি অবিচার ' ? শিবির বাহিরে আসি দাঁড়ালেন মন্ত্রী, মুচকি মুচকি হাসি মনে । অধোমুথে নরমণি ধরি দুটা কর, কহিলেন,– এই করে আমি দিই কর,— ভূণে আমি রাজা,—তুমি হৃদি সিংহাসনে । প্রজার পালন,-আীর প্রজার শাসন,— এই নীতি যথায় তথায়,— দেখ তব প্রজ্ঞ। যদি অপরাধী হয়, কর দণ্ড তার ; কিন্তু সমুচিত নয় সিংহাসন-চু্যত হওয়া, কহিস্থ তোমায়। এসো হৃদ-পদ্মাসনে, পদ্মিনী সুনারি ! শূন্য পড়ে রয়েছে আসন।