পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిe বৈরাগ্য-বিপিনবিহার ।

  • নিরখি তোমারে, নাথ ! ফেটে যায় প্রাণ ; কৃশ কাস্তিপুষ্ট তন্ত্র,—মলিন বয়fন ! দেখিতে এমন দশা পারে কোন মেয়ে !

এ আবার কি হে!—কিণ-লাঞ্ছন নিরখি কর-পদ্মে তব কি কারণ ? কর নাই রণ,–নাহি শর, শেল, শূল, মৌৰ্ব্বীর ঘর্ষণ। তুলি বনে ফল ফুল, ভাঙি শাখা, বুঝি আহা হয়েছে এমন ! দেখি দেখি চরণ-রাজীব ;–দেখ দেখি, নাথ !—একি হয়েছে চরণে ! বহিছে রুধির-ধারা ;–ক্ষত চিহ্ল কত ! বেজেছে কঙ্কর ;–কুশাঙ্কুব ; অবিরত পদব্ৰজে ভ্ৰমিয়াছ যত বনে বনে । দাও তুলি চরণ স্থখানি ; সেবি যত্নে ; চির-বাঞ্ছা পুৰুক দাসীর । আহা মরি ! দেখ দেখি হয়েছে কি সব । ডর হয় দিতে হাত । এ কাজ সম্ভব নহে কভু, হে প্ৰাণবল্লভ নৃপতির।’ হে প্রিয়ে! —কছিল। স্বম্বস্বরে নরমণিমথিল্প সাগর ; তব মুখ