পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৪ বৈরাগ্য-বিপিনবিহার। রাজ ভোগে থাকি সদা সুবর্ণ-ভবনে, এত প্রীতি হলো তব বিজন কাননে ? রাখিলে পৌরুষ বড় এ জগতময় । চল এবে পুর মাঝে পশিব সকলে ; রাজ-রত্ন বিনা রত্নপুর, দিবসেতে অণধার এখন । চল যাই জননীর সন্তাপিত জীবন জুড়াই ; চল পুরজন-দুখ করি গিয়া দূৰ । ' আনন্দে রাজেন্দ্র মহিষীর করে ধরি, আরোহিলা মনোরথ-রথে । নাদিল ঘর্ঘর ঘোর চক্র বিঘুর্ণিত । তাঁর তুর্ণ বাজি রাজি খর খুরোথিত ধূল রাশি করিল অর্ণধার রাজ পথে । উঠিলেন নিজ রথে ধীর মন্ত্রিবয়,— সুরথে উঠিল সর্থীগণ । আগু পাছু ধীর-গর্বে সেনাগণ চলে, অসি চৰ্ম্ম, ধনুৰ্বাণ ধরি করতলে । ঘোরতর বাদ্যোদ্যমে পূরিল ভুবন । কতক্ষণে উজরিল রথ সিংহদ্বারে । মহোল্লাসে করিয়া উৎসব,