পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૭ বৈরাগ্য-বিপিন-বিহার । ত্যজিবে মুমতি ? হায় । আলোকে অর্ণধার হবে রাজপুরী ? শূন্য হবে ত্রিসংসার ? কি বলে প্রবোধ দিব জননীরে তোর ? যবে কাদিবেন শোকে- কোথারে কিশোর কুমার আমার প্রাণাধিক কি বলিয়া বুঝাব সতীরে যবে ধূলায় লুটিয়া কাদিবেন, চির অভাগিনী দাসী তব ? ভেটিবে জননী-পদ অমূল-বিভব ভবে, চল নরমণি ! তুষিবে সতীরে, চল যাই । আহা ! ভাসিছেন নেত্র-নীরে দেহে নিরস্তর । চল, জনম সফল হবে জননীরে পূজি । যেও বনস্থল, প্রিয়তম । তোরে বাধা নাহি দিব অণর ;– যেও, তুষি প্রিয়ভাষে হৃদয় দোহার।’ * কেমনে এ মুখ,”—কহিলেন অশ্রদ্ধারে ভাসি নরপতি--- আর দেখাব মাতারে ! করিয়াছি অপরাধ কত তার পায় নিরবধি । স্মরিলে পাবকরাশি, হায় ! জলে রে পরাণে মোর। বলে জননীরে কুপুত্র তাহার আর না আসিবে ফিরে ;– লয়েছে বিদায় জন্মশোধ । " এত বলি খুলিলা কুগুল কর্ণ হতে –মুক্তাৰলী,— কণ্ঠ-আভরণ,--মণি-মুকুট খুলিলা ; বিনাইলা জটাজুট,—বাকল পরিলা ।