পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সর্গ। N)。 পুনৰ্ব্বার বুঝান অমাত্য—“ ছি ছি আর এত শোক কিসের কারণ ? পুনৰ্ব্বার দেখিবে আনন্দ-ধাম হবে এ নগর-- আসিবে নন্দন তব, জুড়াবে অন্তর, দেবি ! কোলে করি তব সে প্রাণ-পুতলী । পুৰ্ব্বেতে কঠোর তপ করিলা মুবণী— পার্থ ; রঘুবাঞ্জ ; সিন্ধুদেশ অধিপতি, অভীষ্ট সিদ্ধির তরে নহে এ যুকতি, অসঙ্গত পূৰ্ব্বাপর । " মুছি অশ্র-ধারা কহিলা জননী,—‘হায়! আর নাকি হারা— নিধি মোর হাতে পাব, বাপ ! জুড়াইবে এ তাপিত হিয়া ? আহ ! ম বলে ডাকিবে অভাগীবে বাছাধন ? মরমে তো মরে আছি একেবারে, তবু থাকিলে সে ঘরে পাই তাম কুশল সংবাদ । সে গহন হতে আর কে আনি বাছারে প্রাণ মন, করিবে শীতল আশ্বাসিয়া পুনৰ্ব্বার কহিলা অমাত্য - হে জননি । তার তরে তুমি কি লাগি ব্যাকুল এত ? যাব আমি বনাশ্রম, দেখো আনিয়া বসাব সিংহাসনে রাজনিধি বামে রাজবধু । মিটাইব পুরজন সাধ, পুন মধু মহোৎসবে। ” এত বলি গেলেন স্বস্থানে মন্ত্রিবর। আলু খালু ব্যাকুল পরাণে ।