পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి:R বৈরাগ্য-বিপিন-বিহীর । বিরলে সর্থীর কাছে কাদেন বিনায়ে রাজরাণী,— স্বজনি গো ! দেখ বাপ মায়ে করিলেন ( রাজ-বালা আমি অভাগিনী ) করিলেন বাপ মায়ে জনম দুখিনী ! না দেখি পতির মুখ,—ন জানি কেমন পতি, রাজ-বধূ হয়ে না বুঝি কথন সোহাগ আদর ; ছখে গেল চির দিন, হয়ে আছি মৃত প্রায়, তাপেতে মলিন তন্থ , নাহি ঘুম ; ইচ্ছা করে ভক্ষি বিষ নাশি এ পরাণী, আর কত #হনির্শ সব এ যাতনা ! * রাজ-মহিষীর প্রিয় সহচরী নেত্র মুছি বচন অমিয় কহিলেন মৃদ্ধ মৃদু-" কেন রাজ-রাণি কর আর বিলাপ এমন ? গৃহে আনি ৰূপ-রত্বে দিবেন অমাত্য ; হবে তব প্রসন্ন মুদিন, পাবে সাধের বিভব পতি-ধন। ধর রাণি ধৈরয, দেখিবে, লে চাঁদে হেরিয়া প্রাণ-কুমুদ ফুটিবে ? এরূপে বুঝান যত প্রিয় সর্থীগণ প্রিয় ভাবে ৷ নেজ নীরে ভাগিছে বসন कश्ट्णिम झrध-बभू-* शङ्गि ! यद्मि चाधिः পাব নাকি, প্রাণ সখি ! সে প্রাঞ্জের স্বামী এত দিনে ? ইচ্ছা করে ললাট চিরিয়া দেখি, অভাগীয় ভাগ্যে আরো কি লিখিস্থ -