পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ව9 বৈরাগ্য-বিপিনবিহার। দিবা নিশি অকাতরে, अभ दिवंग्न भक्लेिद्दब्र, শিখাতেন নীতিকথা স্নেহেতে আমায় ; তখন এ মন –তুই ছিলিরে কোথায় ? কার প্রতি করি রোধ ! বুঝিছু সময়-দোষ ;--- যৌবন শুকাল আর ফুরাল সকলি,— কোকিল ফিরালে তান,~গুgরব অলি ! বনের স্বরভি ফুল, ধরিত সৌরভে শূল ; খসে গেছে সে সকল,—নাই পঞ্চবাণ,— করে না এখন তার উচাটন প্রাণ । লোকে ভাল বলে দিলে, তাতে না মাধুর্য মিল, নয়নের বৃথা দেখা,—বৃথা শুন কাণে, সেই ভাল,-"ভাল বলে লাগে যাহা প্রাণে । প্রাণ তে স্ববশ নয়, কালেতে অস্থির হয় কালের প্রভাব লড সবার উপর l নহিলে সংসারে কেন জলিবে অন্তর ? ? কালের সে খেলা যত, দেখি কালে হয় কত, এই স্তুে কালেরে দিছ যা ছিল আমার,— নাশায় আশায় কিম্বা ಗಗಳ್ಲ ? এত বলি নুপৰ্বর, ১ ব্লচিয়া পত্রের ঘর, বসিলেন যোগীসনে ত্তেজঃপুঞ্জ-বেশ– কাৰ্পবিহ্বল-ভঙ্গী-ভৈরব বিশেষ। যোগাসনে বলির যোগীজ মহামতি, করেন কঠোর তপ শুদ্ধ চিত্তে স্বত্তি। '