পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। \రిఫి উচ্চ করি পুচ্ছ গুচ্ছ তুম্বার:ববণ ধুমধামে ধূম-কেতু দেহ দরশন। পুরিতে হুইবে আজি মন মনস্কাম, বল তব প্রভুর কেমন ধুমধাম ? একস্তানে নাহি থাক কত স্থানে যাও. বল দেখি তার কি সন্ধান কিছু পাও? স্বর্ণ-ভূষা-অলঙ্কৃত উষা মধুময়ি ! করে বলে তব বল হয় তমোজয়ী ? হাসি হাসি আসি যাই পূর্বে দেখা দাও, অমনি জীবের প্রাণ প্রেমেতে চলাও। হে সুনারি ! নিদ্রা তুমি ভাঙ্গ অনিবার, মোহ-নিদ্রণ ভাঙ্গে কিসে ৰলিতে কি পার ? দিন তুমি যাও আর এসে বার মাস, দিনমণি প্রভা পেয়ে গালভরা হাস । বল কে শিখালে হাসি এমন প্রকায় ? তাহার হাসোতে আমি হাসি একবার । যে গুণে সংসার তুমি কর সচেতন, বল সেই গুণ কেবা করে বিতরণ ? মুৰুপ্তির সচচরি গৰ্ব্বরি সুন্দরি ! কে তোমারে করিয়াছে হেন সুখকরী ?