পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য-বিপিন-রিহার । পঞ্চম সৰ্গ । বিজন বিপিনে ঋষি সংকীৰ্ত্তন কবে, দিবা নিশি থাকেন পরম হর্ষ ভরে । দিনকর দিন করে হন সমুদিত, নিশি সঙ্গে নিশানাথ হন প্রকাশিত । ষড় ঋতু আসে যায় অতি চমৎকার, শোভা হেরি মহর্ষির অনিন্দ অপার । নিজ নিজ কালে ঋতু প্রকাশে প্রতাপ, করেন সবার সঙ্গে মধুর আলাপ । নিদাঘে রবির কর, অতিশয় খরতর, অনিল অনল সম তর তর বহিছে ; চাতক চাতকী যত, মুক্তকণ্ঠে অবিরত, তরুর শাখায় বসি পিপাসায় দহিছে । বকুল কুসুম রাশি, পতিত হইয়া বাসি, বসুমতী মতিমালা সাধ করে পরেছে ; শাখা প্রতি প্রতিকুল, ঝরিছে পলাশ ফুল, ঝল, বল, তরুতল লমাকুল করেছে। কোন মেঘে পিউ যাচ চাতক সঘন রে ? দেখ আগে কোথা হয় ঘন বরষণ রে । পিয়াসে কাতর হয়ে, বারির আশায় রয়ে,