পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সর্গ। । | จ๕ স্বভাবে নয়ন রাখি মগন থাকিবে, অমূল জ্ঞানের কথা বিস্তর পাইৰে। ’ এইরূপে তত্ত্বজ্ঞান, হয়ে অতি যত্নবান, ঋষিরে সন্ধান নানা কহেন আদরে, হেনকালে কুকুট ডাকিল তরূপরে। পাতা লতা পর্ণঘরে, নাচিল পবন-ভরে, জাগ্রত হইয়া যোগী দেখেন চাহিয়া, পশ্চিমে যামিনী-পতি পড়েছে চলিয়া, গন্ত্ৰেখিনি করি ভূপ, স্বপ্ন ভাবি অপরূপ, চৌদিকে দেখেন চেয়ে হয়ে হরবিত, অপুৰ্ব্ব জ্ঞানের কথা স্বচ্ছন্দে লিখিত – [ s ] স্বভাব হইতে শিক্ষা পাইবার আশে, একচিত্তে মহর্ষি দেখেন চারি পাশে । এ চেন সময়ে এক বিচিত্র হরিণী, সম্মুখে আইল বেগে বিহ্ব্যক্ত-গামিনী । প্রেমেতে পূরিত ছিল পুলকিত-কায়, মিনতি করিয়া যোগী কহিছেন তায়,~~ রাধ কথা, স্বর্ণলতা কুৱদিশি খনি! একবার মুখ তুলে দাড়াও আপনি। o,