পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সর্গ। ፃፃ ন পর কণ্ঠেতে কোন রত্ন-আভরণ ; চিনিয়াছ স্বাধীনতা অমূল-রন্তন। পরাধীন হও যদি দৈবের অধীন, মলিন বদন তব হয় দিন দিন । না দেখ মদন-বশে বনিতার মুখ,— পুত্রের ঘটিবে ব'লে অধীনতা-দুখ । তোমার মহিমা বড় বুঝিলাম আজ,— ভবিষ্যত ভেবে কর বর্তমানে কাজ । ভাল শিক্ষা পেয়েছিলে শিথাইলে ভাল, ঘোরতর অর্ণধার হৃদয়ে হলো আলি । $ I o J এইরূপে যোগিবর কুঞ্জরে দেখিয়া, অপূৰ্ব্ব জ্ঞানের কথা গ্রহণ করিয়া, সানন্দ অস্তরে আলি কুঞ্জ-অভ্যস্তরে, দেখেন মালতী লতা নয়ন উপরে । জননী বলিয়া গুয়ে ধরণীর কোলে, দুলিতেছে মন্দ মনা বায়ুর হিল্লোলে। তপোধন সস্বোধন করিয়া তাহfয়, কহিছেন মৃদু মৃদ্ধ মধুর কথায়,— অয়ি গো শোভনে, দেবি স্বলতা মালতি আজি ৰূড় প্রসন্ন হইলে মম প্রতি । দয়া করে শিক্ষা দিলে যেরূপ সুনীতি, } স্বত্ব কয়ে তোমারে সেচিব নিক্তি মিতি ।