পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سيسو বৈরাগ্য-বিপিন-বিহার । আমার কপাল-দোষে হয়েছে এমন, চিরদিন পতি-কাঙালিনী ! যদি গো কুমারী কালে গোপন করিয়া থাইতাম গরল, স্বজান ! তবে কি দহিত মোরে বিরহ নিদয় ? ক্ষণকাল জলি প্রাণ ফুরান্ত নিশ্চয় । এ বিষে কেবল পুড়ি,—মরণ না হয় ;– নারী প্রাণে সর এত ধলি ? জলন্ত পাবকে তপ্ত করিয়া তপনে, বিধি বুঝি রচিলা বিরহে । নৈলে কেন হবে এর সস্তাপ এমন ? পতি কিন্তু রমণীর অমৃত রতন ; অমৃতের গুণে তাই ন ঘটে মরণ,— তাই লো বিরহ প্রাণে সহে । য়ে বারিদ বর !—স্নিগ্ধ নীলাঞ্জন রুচি ; ; তোর গুণে বাচে চাতfকনী ; জুড়াস, মেদিনী জলে ; ঢাকিস ভাস্কুরে ; তুই সে নিবাস, বল্লি নাপারে অপরে ; বল, দেখি মিত্র-ভাবে কি উপায় ক’রে, শীতল হইবে পৃতিকিনী ? কিন্তু ছধিনীয়ে কেন বা চাহিৰি, ● নিজ পতি বিরূপ যখন।