পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৬
চর্য্যাচর্য্যবিনিশ্চয়ঃ

 ভব জাইণ ইত্যাদি॥ সদ্গুরুপঙ্কজ(জা)রজঃ ন করোতীত্যর্থঃ। এতদ্ভবস্বভাবপরিজ্ঞানেন কৃষ্ণাচার্য্যপাদো ভবেঽপ্যত্র বিলসতি ক্রীড়তীতি॥ ৪২॥


৪৩

রাগ বঙ্গাল

ভূসুকুপাদানাং।  সহজ মহাতরু ফরিঅএ তেলোএ
খসমসভাবে রে বাণত কা কোএ॥ ধ্রু ॥
জিম জলে পাণিআ টলিয়া ভেড় ন জাঅ
তিম মরণ অঅণা[১] রে সমরসে গঅণ সমাঅ॥ ধ্রু ॥
জৎপুণা[৬১]হি অধ্যাতা স্বপরেলা কাহি
আই অনুঅণারে জামমরণভব ণাহি॥ ধ্রু ॥
ভূসুকু ভণই কট রাউতু ভণই কট সঅলা এহ সহাব
জাই ণ আবয়ি রে ণ তংহি ভাবাভাব॥ ধ্রু ॥

 সহজমদমুদিতো হি ভূসুকুপাদস্তমেবার্থং প্রকটয়তি—

 সহজ ইত্যাদি। গুরুচরণরেণুপ্রসঙ্গেন পবিপদ্মসংযোগসুখাকারবীজং গৃহীত্বা ত্রৈলোক্যং ব্যাপ্য যোগীন্দ্রস্য সহজচিত্ত[ং] স্ফুরিতং(তঃ)। এতস্য খসমোপমসুখস্বভাবেন ত্রৈলোক্যে ন কো বিদ্বান্ মুক্তো বেতি।

 তথাচ দ্বিকল্পে

ব্যাপ্যব্যাপকরূপেণ সুখেন ব্যাপিতং জগৎ।
পদস্যোত্তরপদেন ধ্রুবপদং বোদ্ধব্যং।

 দ্বিতীয়পদেন দৃষ্টান্তোপমাং[২] করোতি—

 জিমজলেত্যাদি। যথা বাহ্যনীরান্তরপতনভেদো ন জ্ঞায়তে বুধৈঃ। তথা মনোবোধিচিত্তরত্নযোগীন্দ্রসমরসীভূতং গগনেতি। প্রভাস্বরে বিষতি তত্র তস্য জ্ঞানোপলম্ভো ন[৬১ক) স্যাদিতি।

 তথা চাগমঃ

 যথা জলে জলং ন্যস্ত[ং] জ্ঞানচক্রং তথা স্থিতমিতি।

  1. গানে, মরণ অঅনারে আছে। টীকায় যেরূপ অর্থ করিয়াছে, তাহাতে মণ রঅনারে হইবে বলিয়াই বোধ হয়।
  2. পুথি, দৃষ্টান্তোপম পব করোতি।