পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৬
কৃষ্ণাচার্য্যপাদের দোহাকোষ

এষ জপহোমে মণ্ডলকম্মে
অনুদিন অচ্ছসি কাহিউ ধম্মে।
তো বিণু তরুণি নিরন্তর নেহে
বোহি কি লাভই এণ বি দেহে॥ ২৯ ॥

 অনেন বাহ্যভূতেন হোমেন মণ্ডলকর্ম্মণা অনুদিনং তিষ্ঠসি, কিং মূঢ় মনসা[মূ]ঢ় [কেন] প্রকারেণ। কথমেতৎ সর্ব্বং নিষ্ফলমিতি। তয়া বিনা সদৈব রাগময়ঃ তরুণ্যা মহামুদ্রয়া সহ রতিরন্তরমনবচ্ছিন্নানুরাগস্তেন বিনা কিং মহামুদ্রা লভ্যতে অনেন মনুষ্যদেহেনেতি। মনুষ্যদেহং বিহায় দেহাত্তরেণ বোধির্ন স্যাৎ কিং সত্যমেতৎ। কুতঃ নরা বজ্রধরাকারা যোষিতো বজ্রযোষিতঃ ইতি বচনাৎ তস্যা ফলমাহ॥ ২৯॥

বুঝি অবিরল সহজসুণ কাহি বেঅপুরাণ।
তেনো(পো)তোলিঅ বিষয়বিয়প্প জগু রে অশেষ পরিমাণ॥ ৩০ ॥

 যেন প্রতীতং সদোদিতং মহামুদ্রাস্বরূপং সহজলক্ষণং পূর্ব্বস্মাৎ খ্যাতমাগমং তেন যোগিনা সকলবিকল্পাবশেষমনো অহংকার স্ফোটিতমু[ন্মূলিতমিত্য]র্থঃ॥ ৩০॥

জে কিঅ নিচ্চল মণ রয়ণ [ণিঅ ঘরণী] লই এত্থো।
সো বাজির ণাহুরে ময়ি বুত্ত পরমত্থো॥ ৩১ ॥

 অয়মর্থঃ। যেন কৃতং প্রচণ্ডালী চালয়িতুমশক্যত্বাৎ নিশ্চলং মনোরত্নং বোধিচিত্তং নিজগৃহিণী ইয়মেব দিব্যমুদ্রা তত্রৈব এবংকারে মহাসুখস্থানে স এব বজ্রী বজ্রধরো নাথঃ কায়বাক্‌চিত্তপ্রভুঃ। উক্তো ময়া কৃষ্ণবজ্রেণ পরমোঽকৃত্রিমোঽয়মর্থঃ। এতস্মিন্নন্যথা নাস্তীত্যর্থঃ॥ ৩১॥

 এতদেব স্পষ্টয়ন্নাহ:—

জিম লোণ বিলিজ্জই পাণিএহি তিম (তিনিম) ঘরিণী লই চিত্ত।
সমরস জই তক্খণে জই পুণু তে সম ণিত্ত॥

 অয়মর্থঃ। যথা লবণং বিলীয়তে পানীয়েন তথা গৃহিণী জ্ঞানরূপিণী গৃহীত্বা চিত্তং সমরসমেকলোলীভাবং গচ্ছেৎ তৎক্ষণং যদিপুনস্তয়া সুখচিত্তরূপয়া গৃহিণ্যা সমং নিত্যং অবস্থিতো ভবতীতি এতেন যুগনদ্ধা বজ্রসত্ত্বা দর্শিতা ইতি॥ ৩২॥

ইত্যাচার্য্যপাদীয়দোহাকোষমেখলা টীকা সমাপ্তম্।

 শুভসংবৎ [নেপাল] ১০২৭ মিতি শুদ্ধ চৈত্র শুক্র ৬ গুরু বা দিনে লিখিতম্। শুভং ভূয়াৎ॥