পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ডাকার্ণব
১৪৩


তমন্তোই পুনুই, অমরও অন্তি। পহন্তো অআরই ভদঅ॥
বিণুমউ ডহ লগ্ঘু; কুবিণ মরই অপ্য॥
সআরো ভিন্নি সরউ সই অচারই, যুব্‌ভ পড়িঅরু॥
সঠ্ঠই অও, বীও মসানু॥ তহন্তই অক্খরু।
ইজুত্তইও, নিস্সহাব সব্‌ভ॥

পবহন্তোই অসর পূণ্ণি অও; মনাদু সঠ্ঠই, মহহনু॥
নউ আস অনু, উপত্রই বিঅক্ক॥
সবহ হই, ভিন্নি বীও, আলগ্গু, মেসই চিন্ন ঠ্ঠইও;
সাবই ওই, অপহ অহানু॥
তরই দ্ধই ক্কখরু; ভুয়নমান্তু, বীঅনু॥

পরঅ বিক্ক বীও, তয়ই সই, দ্দেঅউ অবিটবণোসু॥
যমন্তই, দসর ক্রমই অও; জাণ পহত্তু॥
ণয়া সঠ্ঠইও বীও, একণ্ণ হরণ। জুনই জাউ নাসু॥
সঅপুত্রইঅও, সস উউ কেয়নাহনু॥

নমন্তই, তিন্নি বাণ সিরহও সইঅও।
নিবড়িঅ ধম্ম অধম্ম সরূঅ॥
ধয়জোবই ধান অমন্ত সরূঅ সহাঅ॥
তহন্তই গহই অও, নইর ভাইঅ ভাই॥
পবনই বিন্নি বেও; জালনত্র মোঅহাউ, সআরূই সরভিন্নঅও;
সিহমহিসঅ আসু॥

রই সট্ট অও, সঅলস্সু জুইনি রজ্জু॥
পহন্তই, অঊসই অও, মাইরই সব্‌ভ স্সব্‌ভু॥
ধরই বীও সঊসই উউ আর, লদ্দতন্ত্র জানু॥
এঅং পঅ চউঅদ্দসহ, মঅরক্কু সব্‌ভ সত্তহ অজানু॥


ইত্যাহ ভগবান্ দেব সর্ব্বভূতভয়ঙ্করঃ।
মন্ত্রসদ্ভাবরূপাত্মা সৃষ্টিসংহারকারকঃ॥