পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৬
ডাকার্ণব

জমদুঅ জোই অছহু তুম্মি,
তই অজরামরু পাবহু পুণিই;
মরণ ন পাই বোহি অনুত্তও,
জুইনি পাপ ন পুন্নই জুত্তউ॥


চতুর্দ্দশ পটলে

নানাগমতন্ত্রেষু চর্য্যান্তত্র বিচারয়েৎ।
বিচার্য্যমানয়া যুক্তি সা যুক্তি গরীয়সী মম॥
চিত্তং তৎপদগন্তুশ্চ কথিতং কর্ণমূলকে।
শিষ্যায় গুরবে হ্যত্র ধারিতা গৌরবায় তু॥
অন্যযুক্তির্ন মে হ্যস্তি স্বল্পযুগেষু জন্তবে।
অল্পবুদ্ধিষ্বল্পপুণ্যো কোটকাকলিযোগকে॥
তস্মাৎ পুণ্যবতানান্তু জ্ঞানং বুদ্ধেষ্বগোচরং।
দীর্ঘকালতো করুণাং সেবয়ন্তি হ্যকল্পিতাং॥
পুণ্যেষু ন সংখ্যা কর্ত্তুং কঃ পুনর্জ্ঞানবাচকং।
কঃ বুদ্ধং ক বোধিসত্ত্বং বিশেষং নাত্র বিদ্যতে॥
বস্তুবোধনাদ্ বুদ্ধোঽহন্তদ্‌বস্তু বোধিসত্ত্বকং॥০॥


ইন্দিঅ চোই সত্তজনু, বিসজই বুদ্ধত্ত করো।
কন্দ বুদ্ধ সহাই ধরো, ধাতহ বজধরুই ধরু।
বধই আচউ গমু, মহো, অমরহ ভাই সব্‌ভু ধরু।
করুণা জুবই অচ্ছসতো, জিজিপর উআরকরো॥০॥


পঞ্চদশ পটলে

(ক)

গগনকুহরমধ্যস্থং স্থাপ্যতাং জগতঃ পতিং।
পূজাং কৃত্বাঽমৃতাদ্যৈশ্চ সোমসূর্য্যাদিতাত্মজাং॥
পাপাদিদেশনাং কৃত্বা করুণাদ্যামনুস্মরেৎ।
শূন্যতাস্বভাবত্মাচ্চ যোগশুদ্ধাম্বিভাবয়েৎ॥