পাতা:বৌদ্ধ-ভারত.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় SOᏬ তাহা সববতোভাবে ভারতীয়দের পরিকল্পিত এবং ভারতীয় শিল্পীদের দ্বারা কৃত। চিত্রকলা, স্থাপত্য ও ভাস্কয্যের জন্য ভারতবষী বিদেশীর নিকট ঋণী নহেন ; বিদেশীয় শিল্পের যেরপ নগণ্য নিদশন ভারতে দষ্ট হয়, ভারতশিল্পের প্রভাব এশিয়া ও ইয়রোপখন্ডের নানাদেশে তদপেক্ষা অধিকতর সসপস্টরপে পতিত হইয়াছে।” ভাবপরিকল্পনা বৌদ্ধশিল্পের প্রাণ। বৌদ্ধগহোর চিত্রাবলীর মধ্যে ভাবপ্রধান ভারতশিলেপর বিশিষ্ট পরিচয় পাওয়া গিয়াছে। সেই প্রাচীনকালের শিল্পীরা গৃহাভ্যন্তরে যে সকল নেত্রভৃপ্তিকর কার্যকাৰ্য্য রচনা করিয়াছেন সেই সকলের মধ্যে তাহাদের অসামান্য সহিষ্ণতা ও শিল্পকুশলতা লক্ষ্য করিয়া দশকগণ বিস্ময়াবিল্ট হইয়া থাকেন। ভারতশিল্পের অন্যতম পীঠস্থান অজস্তার চিত্ৰশোভাদর্শনে আশ্চৰ্য্যাবিতা হইয়া শিল্পানরাগিণী, শ্রীমতী হেরিংহাম বলিয়াছেন,—“এই প্রাচীন প্রাচীর গাত্রাঙ্কিত চিত্রে তুলিকাপাতের যে অকুণ্ঠ ও অনায়াস ভাব প্রকটিত হইয়াছে সহস্রবৎসর পরবত্তী মোগল শিল্পকলায়ও তাহা দষ্ট হয় না । ইহা সেই সময়কার ইয়রোপীয় ও চীনদেশীয় চিত্রশিল্প অপেক্ষা উন্নত। চিত্র পরিকল্পনার বিরাটতা ও উদারতার নিমিত্ত অজন্তা পথিবীর শিল্প ইতিহাসে অতি শ্রেষ্ঠস্থান অধিকার করিয়াছে। বোধ হয় প্রাচীন ইটালীর পনের জীবিত শিল্পকলাই এই গৌরবের একমাত্র তুল্য অধিকারী।” ভারতশিল্পের মধ্যে প্রাচীন ভারতের ধাম, সমাজ, প্রভৃতির তথ্য নিহিত আছে। প্রাচীন ভারতের শিলপ সাধনার মনীষী সাধকগণ চিত্রে ও ভাস্কযেf্য রেখাক্ষরে তদানীন্তন ধৰ্ম্মম ও সমাজ-চিত্র অঙ্কন করিয়া রাখিয়াছেন। রেখাঙ্কনে তাঁহারা যে দক্ষতার পরিচয় দিয়াছেন তেমন নৈপুণ্য আর কোন দেশের শিল্পী প্রদর্শন করিতে পারেন না। ভিনসেন্টমিথ গান্ধার-শিল্পকে ভারতশিল্পের জনক বলিয়াছেন। তাঁহার এই উক্তি একান্ত আশ্রদ্ধেয় । গান্ধারশিলেপ তপস্বী বন্ধের যে জীণশীর্ণ কঙ্কালমৃত্তি অঙ্কিত হইয়াছে উহা দেখিয়া কোন দশকের মনে শ্রদ্ধা ও প্রীতির উদ্রেক হইতে পারে না। ভারতশিল্পী পরিষে