পাতা:বৌদ্ধ-ভারত.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স"চি সাঁচ স্তূপে সম্রাট অশোকের এক অনশাসন লিপি রহিয়াছে। ভূপাল রাজ্যের ভিলসা গ্রামের উত্তর-দক্ষিণে ৬ মাইল এবং পাবপশ্চিমে ১০ মাইল মধ্যে বহনসংখ্যক ত্বপ আছে। সাঁচ স্তূপ এই সকলের মধ্যে সব্বশ্রেষ্ঠ । সাঁচির পরাতন নাম চৈতাগিরি। এই স্তুপে কাহার দেহ-ধাতু সমাহিত হইয়াছিল তাহা জানিতে পারা যায় নাই। কিন্ত বহৎ স্তুপের চারিদিকে যে রমণীয় বেষ্টনী রহিয়াছে তদুপরি অশোক যাগের অক্ষরে লিখিত বহন অনশাসন দন্ট হইয়া থাকে। জেনারেল কানিংহাম বলেন, এই স্তুপ অশোকের রাজত্বকালে নিমিত হইয়াছিল। এই স্তূপের শোভা বর্ণনা করিয়া ডাক্তার ফাগুসন লিখিয়াছেন,— এই চারি তোরণের সম্মখে ও পশ্চাতে বিবিধ কার্যকাৰ্য্য রহিয়াছে। সাধারণতঃ রেখাক্ষরে বুদ্ধের জীবনের নানা ঘটনা খোদিত করা হইয়াছে। এতদভিন্ন জাতকের বহর আখ্যানও খোদিত রহিয়াছে। সিংহলী পাস্তকে যুদ্ধ, অবরোধ, জয়লাভ প্রভৃতি যে সকল আখ্যান বিবত আছে সেই সমস্ত ইতিহাস এখানে রেখাক্ষরে অঙ্কিত হইয়াছে। নরনারীর পানাহার, আমোদপ্রমোদ ও প্রেমের চিত্রও খোদিত রহিয়াছে, তোরণসমুহে যে চিত্র খোদিত আছে উহাকে প্রাচীন ভারতের বৌদ্ধশাস্ত্রের চিত্রপসেতক বলিতে পারা যায়। আলঙ্কারিক কারকোয্যে বৌদ্ধযাগের বেস্টনী ও তোরণগুলি সমধিক প্রসিদ্ধ। সাধারণতঃ স্তূপ সমহের চারিদিকেই এই বেষ্টনী ও তোরণ নিমিত হইয়া থাকে। এলাহাবাদ ও জব্বলপরের মধ্যবত্তী ভারহত তুপের অস্তিত্ব বিলুপ্ত হইয়াছে। নিকটবত্তী পল্লীর অজ্ঞ সাধারণ ঐ স্তুপের বিশেষত্ব অনুভব করতে না পারিয়া উহার ইন্টক খসাইয়া আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজন পরেণ করিয়াছে। বেস্টনীর অদ্ধাংশমাত্র বিদ্যমান রহিয়াছে । しf