পাতা:বৌদ্ধ-ভারত.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় SS& আদিম সোঁরোপাসনার সহিত বিজড়িত হইয়া রহিয়াছে। বোম্বাই পোতাশ্রয়ের সলসোটি দ্বীপের কেনেরী গহোপঞ্জ প্রকৃতির নিভৃত রম্য নিকেতনে নিমিত হইয়াছিল। বৌদ্ধ সাধদিগের দেবায়াতন ও বাসভবনগুলি দেখিলে মনে হয় ইহাদের সৌন্দৰ্য্যানভূতি অতি উচ্চ ছিল। কেনেরীতে ১২০টি গুহা আছে। তন্মধ্যে ১৫টি ব্যতীত অপর সকলগুলি এখন এমন পরিস্কৃত অবস্থায় আছে যে তথায় বসবাস করা যাইতে পারে । ৮ম ও ৯ম শতাব্দীতে যখন হিন্দধম নতেন বলে মাথা তুলিয়া উঠিয়াছিল তখন ভারতবষের নানাস্থলের বিহার হইতে বিতাড়িত বৌদ্ধ সাধাগণ কেনেরী দ্বীপের গুহায় আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। তখনও এখানে বৌদ্ধ প্রভুত্ব অপ্রতিহত ছিল। অতঃপর বৌদ্ধ সাধাগণ সিংহল, যবদ্বীপ এবং চীন প্রভৃতি দেশে প্রস্থান করেন। কেনেরী বিহার এক সময়ে বিদ্যালোচনার অন্যতম প্রধান ক্ষেত্র বলিয়া বিবেচিত হইত। করণলী অজস্তায় চারিটি চৈত্য আছে। এলোরার বিশ্বকমা গহাও প্রসিদ্ধ চৈত্য সমহের মধ্যে শিল্প শোভায় করালাঁর গহা সপ্রসিদ্ধ। ফাগসেন সাহেব এই করালী গহোর শোভায় মোহিত হইয়া বলিয়াছেন— করালী বোম্ববাই ও পনার মধ্যবত্তী এক পল্লী, ইহার চারিদিকের শ্যামল শোভা নেত্রপ্রীতিকর। এই শান্তসন্দের পল্লীর নিসগশোভার মধ্যে করালীর গিরি-গহা অবস্থিত। এই চৈত্যটি ভারতীয় চৈত্য সমহের মধ্যে সব্বাপেক্ষা বহৎ । ইহার দৈর্ঘ্য ৮৪ হস্ত, বিস্তার ৩olo হস্ত। এই গহোর প্রবেশ পথে প্রত্যেকাঁদকে ১৫টি করিয়া অষ্টকৌণিক তম্ভ আছে। স্তম্ভের শিরোভাগে দইটি করিয়া নতজান হস্তী আছে। হস্তীর উপরে দইটি করিয়া মনীষামত্তি । সাধারণতঃ একটি পরীষ একটি সীলোক, তবে কোন কোন স্থলে দাইটিই